How to improve screen print quality on fleece fabrics_কিভাবে ফিলিপস ফ্যাব্রিক্স এ স্ক্রিন প্রিন্ট এর কোয়ালিটি ইমপ্রোভ করা যায়
ফিলিপস ফ্যাব্রিক্স এ স্ক্রিন প্রিন্টিং এর কোয়ালিটি ইমপ্রোভ করতে করণীয় ?
আমরা যারা স্ক্রিন প্রিন্টিং কাজের সাথে জড়িত
তারা অনেকেই ফিলিপস ফ্যাব্রিক্স এ প্রিন্ট করতে বিভিন্ন
ধরনের জটিলতার সম্মুখীন হই ,আমি একজন প্রিন্ট টেকনিসিয়ান হিসাবে
কিছু সিম্পল ট্রিপস শেয়ার করবো যা অনুসরণ করে খুব সহজেই ফিলিপস ফ্যাব্রিক্স এ প্রিন্ট এর কিছু কমন সমস্যা থেকে পরিত্রান
পাওয়া যাবে। আমার এই লেখা টি শুধমাত্র তাদের জন্য যারা স্ক্রিন প্রিন্টিং এ নতুন
অথবা ফিলিপস ফ্যাব্রিক্স এ স্ক্রিন প্রিন্টিংয়ের ক্ষেত্রে
নতুন।
১) কাট-প্যানেল টেবিলে লে করার পূর্বে ৬-৮ সে এ হিট প্রেস মেশিনে
হিট প্রেস করে নিতে হবে। এতে ফ্যাব্রিক্স এর পুরুত্ব কিছুটা হলেও কমবে ,ফ্যাব্রিক্স এর উভয় পৃষ্ট মসৃণ করবে এবং খুব সহজেই টেবিলের
সাথে শক্তভাবে আটকে থাকতে সাহায্য করবে
২)ফ্যাব্রিক্স টেবিলে লে করার পূর্বে ভারী কোন
ধাতব গোলাকার বস্তু বা ভারী ধাতব দ্বারা ভালবাবে পিষতে হবে যা ফ্যাব্রিক্স কে
টেবিলের সাথে আরও শক্তভাবে আটকে থাকতে সাহায্য করবে।যা মাল্টি কালার প্রিন্ট বা
মাল্টি impression যুক্ত প্রিন্ট এর ক্ষেত্রে ভালো
কোয়ালিটি প্রোডাক্ট পেতে সহায়ক হবে।
৩) ফেব্রিক্সের পুরুত্বের উপর ভিত্তি করে সঠিক
অফ কন্টাক্ট বজায় রাখতে হবে।
৪) মাল্টি কালার বা মাল্টি impression যুক্ত প্রিন্ট করতে প্রতিবার প্রিন্ট করার পর টেবিল শীতল
করে নিতে হবে। কারন গরম অব্স্থায় ফ্যাব্রিক্স খুব দূর্বলভাবে টেবিলের সাথে আটকে
থাকে আর তখন প্রিন্ট করলে প্রিন্ট শেডিং ক্রটিপূর্ণ প্রোডাক্ট পাওয়া যাবে।
৫) প্রতিবার প্রিন্ট শেষে পানি দিয়ে ভালবাবে
টেবিল পরিষ্কার করতে হবে এবং টেবিলে ময়লা বা dust এর পরিমান বেড়ে গেলে ভারী ওয়াশ বা কেরোসিন ওয়াশ দিতে হবে।
মাল্টি কালার বা মাল্টি ইম্প্রেশন যুক্ত
প্রিন্টের ক্ষেত্রে উপরোক্ত পদ্ধতিগুলো অনসুরণ না করলে নিম্ন লিখিত ক্রটিপূর্ণ
প্রিন্ট পাওয়া যেতে পারে
১)অমসৃণ প্রিন্ট পৃষ্ঠযুক্ত প্রিন্ট
২)প্রিন্ট পৃষ্ঠে বুদ্বুদ বা বাবল ইফেক্ট দেখা
যেতে পারে
৩)প্রিন্ট পৃষ্ঠে ছোপ ছোপ কালো দাগ দেখা যেতে
পারে
৪)কালার শেড যুক্ত প্রিন্ট পাওয়া যেতে পারে
যা আপনার চুড়ান্ত পন্য টিকে বাতিল করতে পারে এবং
আপনি অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন।
👉স্ক্রিন প্রিন্টিং অফ কন্টাক্ট (Screen printing off contact)
👉আপনার মতামত এবং পরামর্শ অনগ্রহপূর্বক কমেন্ট করুন।
👉স্ক্রিন প্রিন্ট সম্পর্কে আরও নতুন নুতন বিষয় জানতে আপনার মেইল আই ডি (Mail ID) দিয়ে সাবস্ক্রাইব করুন আপডেট থাকুন।
Nice
উত্তরমুছুন