টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পে পিএইচ(pH) এর মান নিয়ন্ত্রণের গুরুত্ব & পোশাক বা স্ক্রিন প্রিন্টিংয়ে ওভার পিএইচ(pH) এর ক্ষতিকর প্রভাব
![]() |
টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পে পিএইচ(pH) এর মান নিয়ন্ত্রণের গুরুত্ব & পোশাক বা স্ক্রিন প্রিন্টিংয়ে ওভার পিএইচ(pH) এর ক্ষতিকর প্রভাব |
পিএইচ(pH):
pH হচ্ছে হাইড্রোজেন আয়ন(H +) ঘনত্বের একটি পরিমাপ, এটি অম্লতা বা ক্ষারত্বের একটি পরিমাপ। পিএইচ(pH) স্কেল এর মান সাধারণত 0 থেকে 14 এর মধ্যে থাকে।এর
মান ৭ এর চেয়ে কম হলে তা সাধারণত অম্লীয় হয় আর ৭ এর চেয়ে বেশি হলে তা ক্ষারীয় হয় এবং
এর মান ৭ হলে নিরপেক্ষ হয়ে থাকে ।খুব শক্তিশালী এসিডে পিএইচ(pH) আর মান ঋণাত্মক হতে পারে তবে খুব শক্ত ক্ষারে 14
এর চেয়ে বেশি পিএইচ(pH) থাকতে পারে।
অর্থাৎ পিএইচ(pH)দ্বারা এসিডিটি এবং ক্ষারত্ব উভয়ই প্রকাশ করা হয় ।
পিএইচ(pH) স্কেল
পোশাক বা স্ক্রিন প্রিন্টিংয়ে ওভার পিএইচ(pH) এর ক্ষতিকর প্রভাব
সাধারণত মানুষের
ত্বকের pH ৪.৫-৫.৫ অথাৎ ত্বক মৃদ এসিডিও। এই এসিডিও
প্রকৃতি ত্বক কে ব্যাকটেরিয়া ও পরিবেশ দূষণ
থেকে রক্ষা করে এবং ত্বকের লিপিড ও আদ্রতার সঠিক মাত্রা বজায় রাখে
অতি উচ্চ বা নিন্ম পিএইচ(pH) যুক্ত পোশাক বা স্ক্রিন প্রিন্টিং যুক্ত পোষাকের এর সংস্পর্শে মানব দেহের ত্বকে প্রধানত নিন্ম লিখিত ক্ষতিকর প্রভাব বিস্তার করে -
১) ত্বকের প্রতিরক্ষা
ব্যাবস্তা নষ্ট করতে পারে।
২) এর প্রভাবে
ত্বক অতি সংবেদনশীল হতে পারে এবং ত্বকে জ্বালাপোড়া করতে পারে।
৩)ত্বকের আদ্রতা
এবং লিপিড এর স্বাভাবিক মাত্রার বিঘ্ন ঘটাতে পারে।
৪) ত্বকের কোষের
স্থায়ী ড্যামেজ ঘটাতে পারে।
৫)এতে ত্বকের একজিমা হতে পারে।
স্ক্রিন প্রিন্টিং
বা পোশাকের পিএইচ(pH) এর মান নিন্ম লিখিত বিষয়ের কারনে প্রভাবিত হতে পারে -
১) নিন্ম মানের
কেমিকাল বা ডাইস ব্যাবহারের কারণে।
২) ব্লিচিং এর
মাধমে
৩)রি-প্রসেস পক্রিয়ার
মাধমে।
৪) ওয়াশিং প্রসেস
থেকে।
কোন মন্তব্য নেই
Pls